Wednesday, November 6, 2013

টুইটারের শেয়ার মূল্য নির্ধারণ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রতিটি শেয়ারের মূল্য ২৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার এর শেয়ারের মূল্য ২৩ থেকে ২৫ ডলার হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।


সংক্ষিপ্ত বার্তাসেবা দানকারী প্রতিষ্ঠানটির বর্তমান সম্পদমূল্য এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।


চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টুইটারের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ কোটি ডলার। গত বছর এর পরিমাণ ছিল দুই কোটি ডলারের কিছু বেশি।


এর আগে গত ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজারে অর্ন্তভুক্তির কথা জানায় টুইটার। পুঁজিবাজারে একশ কোটি ডলার বিনিয়োগেরও সিদ্ধান্ত হয় তাদের।


টুইটারের এ বিনিয়োগের পরিমাণ ২০১২ সালে পুঁজিবাজারে অর্ন্তভুক্ত হওয়া অপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়েও বেশি বলে কর্তৃপক্ষ জানায়।


বর্তমানে প্রতিমাসে প্রায় ২২ কোটি মানুষ টুইটার ব্যবহার করে এবং তারা প্রতিদিন ৫০ কোটি টুইট করে বলে সাত বছরের পুরনো প্রতিষ্ঠানটি জানায়।


উল্লেখ্য, মাইক্রোব্লগ হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু করে টুইটার। ২০১২ সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এ মাইক্রোব্লগের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি।


বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩

জেডএস/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger