Wednesday, November 6, 2013

চট্টগ্রামে দু’নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. ফারুক (৩০) ও শান্ত (২২) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে রাউজানের রাজাখালী গেটের পেছনে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক ফারুক গুরুতর আহত হন।


আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার গোলপাহাড় মোড়ে সুবর্ণা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে কাজ করার সময় শান্ত নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান চমেক ফাঁড়ির নায়েক হামিদ।


নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩

এমবিএম/টিসি/জেডএস/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger