হাটহাজারীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়নের কাটাখালি এলাকায় আমীর খসরু (২৭) নামে এক যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা কেউ খুন করে তাকে বস্তাবন্দী করে ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাটাখালী খালের পাশে একটি ঝোঁপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমীর খসরু হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বটতলী গ্রামের হাফেজ আবদুস সাত্তারের সন্তান।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রাশেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি হাটহাজারী থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে বস্তাখুলে খসরুর লাশ পাওয়া যায়।
এ সময়, বস্তাবন্দী লাশের ৫০ গজ দূরে তার ব্যবহৃত মোটর সাইকেলটি পাওয়া যায়।
এসআই বলেন, প্রথমে আমরা লাশের পরিচয় সনাক্ত করতে না পারলেও পরে খবর পেয়ে নিহতের ভাই ঘটনাস্থলে এসে আমীর খসরুকে সনাক্ত করেন।
তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লাশের শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমীর খসরুর ভাই মোহাম্মদ মনিরুদ্দিননের বরাত দিয়ে এসআই আরও জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফতেয়াবাদের বাসা থেকে বের হন খসরু।
বাসায় ফিরতে দেরি হওয়ায় রাত ১১টা থেকে খসরুর মোবাইলে কল দিতে থাকলেও প্রতিবারই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
এমইউ/টিসি/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment