বাঙালি নারীর শাড়ির গল্প খুঁজতে ঢাকায় কিউ এবং ঋ
বহুল আলোচিত বাংলা সিনেমা `গান্ডু`র পরিচালক কিউ এবং অভিনেত্রী ঋ ঢাকায় এসেছেন বাঙালি নারীর শাড়ি খুঁজতে। ২ নভেম্বর তারা ঢাকায় আসেন। তবে শুধু মাত্র বেড়াতে নয় একটি তথ্যচিত্র নির্মাণ করতেই তারা ঢাকায় এসেছেন। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং ঢাকার মিরপুরের বিভন্ন এলাকা ঘুরেছেন তারা। কথা বলেছেন শাড়ি নিয়ে। কারণ কিউ বাঙালি নারীর শাড়ি নিয়ে এবার কাজ করছেন।
তারা বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়। এদিকে বুধবার রাতে কিউ তার নতুন ছবি `তাসের দেশ` এর একটি বিশেষ প্রদর্শনী করেছেন তার ঢাকার বন্ধুদের সম্মানে। কিউ এবং ঋ ঢাকায় সংগীতশিল্পী আনুশেহর বাসায় ছিলেন।
উল্লেখ্য যে, রবীন্দ্রনাথ ঠাকুরের `তাসের দেশ` অবলম্বনে নির্মিত `তাসের দেশ` ছবিতে তিনটি রবীন্দ্রসংগীত গেয়েছেন আনুশেহ আনাদিল। এগুলোতে ঠোঁট মিলিয়েছেন হরতনি চরিত্রের অভিনেত্রী ঋ।
বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
জিআর/এমজেডআর
0 comments:
Post a Comment