রাজধানীতে হঠাৎ নাশকতা!
ঢাকা: রাজধানীর আজিমপুরে একটি যাত্রী পরিবহনকারী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বেলা সাড়ে বারোটার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি পার্কিং অবস্থায় ছিলো। খবর পেয়ে পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের দু‘টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে বলে বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা আয়েশা আক্তার।
উল্লেখ্য, দেশে সাধারণত হরতাল, অবরোধ ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার অংশ হিসেবে বাসে আগুন ধরিয়ে দেওয়ার মতো নাশকতামূলক ঘটনা ঘটে। তবে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ছাড়াই দিনদুপুরে হঠাৎ একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করে প্রত্যক্ষদর্শী ও আশপাশের এলাকাবাসীর মনে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
জেএস/আরআই/এমজেডআর
0 comments:
Post a Comment