সমঝোতার সুযোগ এখনও ফুরিয়ে যায়নি
ঢাকা: বিরোধী দলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সমঝোতার সুযোগ এখনও ফুরিয়ে যায়নি।
আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অহমিকা না দেখিয়ে খোলামনে আলোচনায় আসুন। সরকার সবসময় বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘সর্বদলীয় মন্ত্রী পরিষদ গঠন-আগামী সংসদ নির্বাচন এবং দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বিরোধী দলের পরপর টানা হরতালের কারণে দেশের মানুষ রাজনীতির প্রতি ক্ষুব্ধ ও ক্রুদ্ধ।
অগ্নিদগ্ধ শিশুদের আর্তনাদও আমাদের রাজনীতিবিদদের কানে পৌঁছায় না।— আক্ষেপ করে বলেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।
তিনি বলেন, দেশের যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা দুই দলের আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। এক্ষেত্রে সরকার সবসময় বিরোধীদলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।
বিরোধী দলেরও উচিত রাজনৈতিক অহমিকা না দেখিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসা।— বলেন সুরঞ্জিত।
এ সময়, নির্বাচনকালীন মন্ত্রীপরিষদ গঠন বিষয়ে তিনি সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ গঠন করা হবে তাতে বিরোধী দলের প্রতিনিধিদের তালিকা পাঠানোর জন্য আহ্বান জানান।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা চাইলে যেকোনো মন্ত্রণালয় বেছে নিতে পারেন।
এক্ষেত্রে বেগম খালেদা জিয়া যদি কোনো মন্ত্রণালয় পছন্দ করেন তিনিও সে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বলে জানান সুরঞ্জিত।
আর শেখ হাসিনা যেহেতু রাষ্ট্রের প্রধান, সেহেতু তিনি মন্ত্রীপরিষদেরও প্রধান থাকবেন।— যোগ করেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর নতুন আচরণবিধি কার্যকর হবে।
আর, এ নতুন আচরণবিধি অনুযায়ী সরকারি দল ও বিরোধীদলের সব নেতাকর্মীরা একই সুযোগ-সুবিধা পাবেন। অর্থাৎ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে।
এ সময় তিনি পাবনার সাথিয়ায় সংখালঘুদের ওপর হামলাকারীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানান।
সংগঠনের উপদেষ্টা আবদুল খাদের খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
এফআইএস/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment