Wednesday, November 6, 2013

অসহনীয় যানজটে রাজধানীবাসী নাকাল

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দ্বিতীয়বারের মতো (সাম্প্রতিক সময়ে) ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষে অসহনীয় যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী।


অন্যান্য দিনের তুলনায় মাঝারি দূরত্বের যেকোনো গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের ২ থেকে ৩ ঘণ্টা সময় বেশি লাগছে।


এছাড়া প্রচণ্ড ভিড়ের কারণে বাসে উঠতে যাত্রীদের বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক থেকে দেড় ঘণ্টা।


বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ, পল্টন, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, কাকরাইল, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকা ঘুরে এই পরিস্থিতি দেখা গেছে।


সকাল নয়টা থেকে মতিঝিল শাপলা চত্বরে বাসের জন্য দাঁড়িয়ে থাকা আবুল কালাম আখন্দ বাংলানিউজকে বলেন, আমি ফার্মগেট যাবো। দীর্ঘক্ষণ ধরে বাসে ওঠার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দরজা পর্যন্ত যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ের কারণে কোনো বাসেই উঠতে পারছি না। অফিসে সময়মত যাওয়া নিয়ে বড় দুশ্চিন্তায় আছি।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া সুলতানার সঙ্গে কথা হয় গুলিস্তান মাজারের সামনে। আক্ষেপ করে তিনি বাংলানিউজকে বললেন, আজিমপুর থেকে পৌনে আটটায় গাড়িতে উঠেছি। গুলিস্তান এসে পৌঁছেছি ১০টায়।


এটুকু পথ আসতে সময় লেগেছে ২ ঘণ্টা। এ দূরত্ব পাড়ি দিতে স্বাভাবিকভাবে সর্বোচ্চ ৩৫ মিনিট লাগার কথা।


প্রেসক্লাবের সামনে রাজধানী পরিবহনের গাড়ি চালক আব্দুল জব্বার যানজট সম্পর্কে বলেন, আজ রাস্তায় প্রচণ্ড যানজট। প্রতিবার হরতালের পরেই রাজধানীর সব প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় মহাযানজটের। আমি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে এইটুকু পথ এসেছি প্রায় ১ ঘণ্টায়।


তিনি বলেন, হরতালের দিন গাড়ি নিয়ে বের হলে পোড়ানো হয় আর হরতাল শেষে রাস্তায় দীর্ঘ যানজটের কারণে দিনে দুই-তিনটার বেশি ট্রিপ দেয়া যায় না।


জব্বার বলেন, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আয় হচ্ছে সীমিত।যা দিয়ে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এমনি করে টানা হরতাল চলতে থাকলে দিনমজুর ও শ্রমিকরা নিঃস্ব হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।


শাহবাগ দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছেন মিরপুর বাংলা কলেজের ছাত্র মো.রফিক। তিনি বাংলানিউজকে বলেন,এসি রুমে বসে হরতালের ঘোষণা দেয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আর কষ্ট করতে আমাদের মত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে।



তিনি বলেন, জানি না কবে দেশের এই রাজনৈতিক মহাসংকট নিরসন হবে আর এই অসহনীয় কষ্টের হাত থেকে আমরা পরিত্রাণ পাব।


যত দ্রুত সম্ভব এই সংকট সমাধান করে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রধান রাজনৈতিক দুই দলের প্রতিও আহ্বান জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৭০, ২০১৩

এফআইএস/টিকে/আরআই/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger