বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী বিএনপি
রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ পালন করছে মহানগর বিএনপি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টা থেকে বিএনপির সকল দলীয় কার্যালয় এবং মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাইকে দলীয় ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
এছাড়া, সকাল ১০টায় মহানগরীর সাফাওয়াং কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফাইসুল ইসলাম ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এম. রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কে এম শাহাদাৎ হোসেন মন্ডল, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
এসএস/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment