৬০তম প্রদর্শনীর পর বিরতিতে যাচ্ছে লাল জমিন
নাট্য সংগঠন ‘শূন্যন’ এর আয়োজনে ৮ নভেম্বর শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘লাল জমিন’। এটি নাটকটির ৫৭তম প্রদর্শনী হবে। ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিতব্য একটি উৎসবে নাটকটির ৫৮তম প্রদর্শনী হবে ১১ ডিসেম্বর। এবং ৫৯ তম শো হবে ১২ অথবা ১৩ ডিসেম্বর। এরপর ৬০তম মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটির মঞ্চায়নে বিরতিতে যাবে শূন্যন।
নতুন আরেকটি নাটক মঞ্চে আনার পরিকল্পনা চলছে বলে আপাতত ‘লাল জমিন’ নাটকটির মঞ্চায়নে বিরতি টানছে শূন্যন। মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন অভিনেত্রী মোমেনা চৌধুরীর । মোমেনা চৌধুরী বলেন, ‘মঞ্চ প্রযোজনাটির ৬০তম শো খুবই জাঁকজমকভাবে উদযাপনের পরিকল্পনা করেছি। ডিসেম্বরের শেষে মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটির ৬০ তম মঞ্চায়ন করছি।’
নির্দেশক সুদীপ চক্রবর্তী বলেন, ‘প্রায় দু’বছর ধরে আমরা নাটকটি মঞ্চে উপস্থাপন করছি। দেশে ও দেশের বাইরে নাটকটি দর্শকনন্দিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের গল্প নিয়ে ‘লাল জমিন’।
কিশোরী একটি মেয়েকে ঘিরে এর গল্প আবর্তিত হয়েছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, তারপর আরও কয়েকটি দশক। সেই কিশোরীর মনে জেগেছে নতুন কিছু প্রশ্ন। লাল জমিন এমনই কিছু প্রশ্নের উৎসভূমি।’
নাটকটির সংগীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রমিজ রাজু। কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রমিজ ও নীলা। লাইটে কাজ করেছেন জয়, আতিক ও মির্জা শাকিব। কস্টিউম ডিজাইন করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং তাকে সহযোগিতা করেছেন নীলা মমতাজ। সেট নির্মাণ করেছেন জুয়েল, সানী ও আসাদ।
বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
জিআর/জিসিপি
0 comments:
Post a Comment