আজিমপুরে বাসে আগুন
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আজিমপুর মোড়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফাইল ছবি
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালে রাজধানীসহ সারা দেশে ব্যাপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মৃত্যু হয় অন্তত দুজনের। হরতাল শেষে আবারো এ অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
0 comments:
Post a Comment