চট্টগ্রামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
হাটহাজারি থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের কাটাখালি খালের পাড় থেকে বস্তা বন্দি লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমির খসরু (২৭) উপজেলার ফতেয়াবাদ বটতলী এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে এসআই রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে খসরু তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল।
সকাল ১১ টার দিকে কাটাখালি সড়কের পাশে খালের পাড়ে একটি বস্তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে বস্তা থেকে খসরুর লাশ উদ্ধার করে।
লাশের কাছাকাছি এলাকায় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও পাওয়া যায় বলে জানান উপ পরিদর্শক রাশেদুল।
0 comments:
Post a Comment