Thursday, November 7, 2013

না.গঞ্জে পাটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ : আগুনে পুড়ে গেছে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত একটি পাটের গুদাম। এতে ভস্মীভূত হয়েছে বিপুল পরিমাণ পাট। তবে ফায়ার সার্ভিস বলছে, তাদের তরিৎ পদক্ষেপের কারণে ১১শ’ মণের বেশি পাট পোড়া যায়নি।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মন্ডলপাড়া) টিম লিডার আবদুল আজিজ বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে অবস্থিত সাত্তার জুট মিলের একটি গুদামে বৃহস্পতিবার বেলা ১১ টায় এ অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।


সিগারেটের অবশিষ্টাংশের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১১শ’ মণের মত পাট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।


সাত্তার জুল মিলের মালিক সাত্তার বাংলানিউজকে জানান, তার গোডাউনে প্রচুর পাট মজুদ ছিল। অগ্নিকাণ্ডে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।


বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩

তানভীর/আরআই/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger