পরিবহন ধর্মঘট শেষ হচ্ছে ১২টায়
ঢাকা: পরিবহন মালিক নেতা খায়রুল হত্যার প্রতিবাদে রাজধানীতে ডাকা পরিবহন ধর্মঘট দুপুর ১২টায় শেষ হচ্ছে।
শুক্রবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দু’টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার কথা চিন্তা করে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনব্যাপী ধর্মঘটের পরিকল্পনা থেকে সরে এসে দুপুর ১২টায় কর্মসূচি শেষ হওয়ার ঘোষণা দেয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে যাত্রাবাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল মোল্লাকে খুন করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
এই পরিবহন মালিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সায়েদাবাদ-মহাখালী-যাত্রাবাড়ীতে পরিবহন ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রাতে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার রাজধানীতে বাস ছাড়াও অন্যান্য পরিবহন চলাচল করবে না। বন্ধ থাকবে দূরপাল্লার পরিবহনও।
কিন্তু শুক্রবার সকালে পরী্ক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘট দুপুর ১২টায় শেষ করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
এমআইএইচ/জেডএম
0 comments:
Post a Comment