Thursday, November 7, 2013

রেকর্ড গতিতে ফিলিপাইনে হাইয়ানের আঘাত

ঢাকা: ফিলিপাইনে প্রচণ্ড শক্তিশালী টাইফুন হাইয়ান আঘাত হেনেছে। হাইয়ানকে পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।


ফিলিপাইনের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় (গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ২১টায়) এক বুলেটিনে ঝড়টির আঘাত হানার কথা জানিয়েছে। ওই বুলেটিনে বলা হয়েছে, ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ছিল ২৭৫ কিলোমিটার।


দেশটির আবহাওয়াবিদ রোমিও কাজুলিস বলেছেন, ভোর ৪টা ৪০ মিনিটে গুইয়ানে আছড়ে পড়ে হাইয়ান।

স্থানীয়ভাবে ইয়োলান্ডা নামের ওই ঝড়টিকে ৫ নম্বর ক্যাটাগরির। ঘূর্ণিঝড়ের তাৎক্ষণিক হতাহত বা ক্ষতির খবর জানা যায়নি।


বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এসএফআই/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger