সিলেটে জয়ের মতবিনিময় সভা বিকেলে
ঢাকা: শুক্রবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত এবং নগরীতে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তাঁদের।
শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল রোজভিউয়ে কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন জয় ও ববি। মতবিনিময় অনুষ্ঠানে ২০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন।
এছাড়া রাত ৮টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। পরদিন শনিবার সকাল ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তাঁরা।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই পুরো দেশ চষে বেড়াচ্ছেন সজিব ওয়াজেদ জয়। রাজনৈতিক কর্মসূচির বাইরে যোগ দিচ্ছেন ছাত্র-শিক্ষক ও তরুণদের সঙ্গে মতবিনিময় সভায়। এছাড়া ফেসবুকেও চলমান রাজনৈতিক সঙ্কটসহ নানা বিষয়ে নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছেন তরুণ এ রাজনীতিক।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এনএস/জিসিপি
0 comments:
Post a Comment