Thursday, November 7, 2013

১৭ নভেম্বর থেকে টি-২০’র টিকেট বিক্রি

ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকেট বিক্রির সময় এক সপ্তাহ পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর থেকে টিকেট বিক্রি শুরু হবে।


এর আগে ২০১৪ সালের এ বিশ্বকাপের টিকেট বিক্রি ১০ নভেম্বর থেকে শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।


স্থানীয় ও বিদেশি দর্শকদের সহজে টিকেট প্রাপ্তি নিশ্চিত করতে কারিগরী দিকটি নিয়ে আরও চিন্তাভাবনা ও ক্ষমতা বাড়াতেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


১৭ নভেম্বর থেকে আইসিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকেট কিনতে পাবেন ক্রিকেট প্রেমীরা। এছাড়াও বাংলাদেশের অগ্রণী ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্সের অনুমোদিত মানিগ্রামের ১০০টি বুথ বা কাউন্টারে টিকেট পাওয়া যাবে।


বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩

এসএফআই/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger