সীতাকুণ্ডে ৮ শিবিরকর্মী গ্রেফতার
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হরতালে ভাংচুরসহ বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৮ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান।
তিনি বাংলানিউজকে জানান, হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতারে বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৮ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এমইউ/টিসি/এনএস/জিসিপি
0 comments:
Post a Comment