আমি বঙ্গবন্ধুর ডান হাত ছিলাম
মুন্সীগঞ্জ: বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নেতা। আমি একদিন বঙ্গবন্ধুর ডান হাত ছিলাম। এখনো রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে হরতালের দ্বিতীয় দিনে হরতাল বিরোধীদের ভাঙচুর করা ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, বিএনপি চেয়ারপারসনের সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, জেলা বিএনপির সহ সভাপতি ডা. হাকিম, প্রাক্তন ফুটবলার দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম কানন, তাজুল ইসলাম, সেলিম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সরকার দলের কর্মীরা শ্রীনগর বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এসএইচ/জেসিকে
0 comments:
Post a Comment