রংপুরে নাটুকের তমসা
ঢাকা: নাটুকে থিয়েটারের আলোচিত মুক্তিযুদ্ধের প্রামান্য নাটক ‘তমসা’ এর মঞ্চায়ণ হতে যাচ্ছে রংপুরে। ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় রংপুর শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রদর্শনী হবে।
সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশে এই প্রদর্শনীর আয়োজন করেছে ‘শান্তির অন্বেষায়’ নামক সংগঠন।
নাটক মঞ্চায়নের উদ্দেশ্যে নাটুকে থিয়েটারের কর্মীরা গতকাল রংপুর এসে পৌছেছে। গাফফার চৌধুরী, হুমায়ুন আজাদ, আবেদ খান, মমতাজ উদদীন আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুরসহ দেশের স্বনামধন্য ১০ জন সাংবাদিক, কলামিস্ট, কবি, প্রাবন্ধিকের লেখার সংকলনে তমসা গ্রন্থনা করে নির্দেশনা দিয়েছেন অসীম দাস।
মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা, যুদ্ধাপরাধীদের বিচার, স্বাধীনতা পরবর্তীকাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি ইত্যাদি বিষয় উঠে এসেছে এ নাটকে।
নাটকে অভিনয় করবেন আল নোমান, ইফতেখার পলাশ, মাহবুবুর রহমান (ছোট মাহবুব), মামুন ও মূকাভিনেতা নিথর মাহবুব ।
নাটুকের প্রধান আল নোমান বাংলানিউজকে বলেন, প্রায় দুই বছর পরে আমরা নাটকটি মঞ্চস্থ করছি। সবসময় আমরা দেশের বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নাটকটিতে কিছু সংলাপ সংযোজন বিয়োজন করি। এবারও কিছু পরিবর্তন থাকছে। এই মাস থেকেই আমরা আবার ঢাকায় নাটকটি নিয়মিত মঞ্চায়ণ শুরু করব।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৩
এমকে/কেএইচ/এসআরএস
0 comments:
Post a Comment