মাথায় রড পড়ে নির্মাণ শ্রমিক নিহত
চট্টগ্রাম: নগরীর বন্দর থানার সিমেন্ট ক্রসিং এলাকায় সিদ্দিকুর রহমান(২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
রোববার সাড়ে এগারটার দিকে সিমেন্ট ক্রসিং আসলাম কমিশনারের বাড়িতে নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার মহেশ বেড় গ্রামের কেরানী বাড়ির বাসিন্দা আবদুর রশিদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবদুল হামিদ বাংলানিউজকে বলেন,‘নগরীর সিমেন্ট ক্রসিং আসলাম কমিশনারের বাড়ির নিচ তলায় কাজ করার সময় উপর থেকে রড মাথায় পড়লে গুরুতর আহত হন সিদ্দিক।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এএএম/টিসি
0 comments:
Post a Comment