Saturday, November 9, 2013

ইব্রার হ্যাটট্রিকে পিএসজির জয়

প্যারিস: গত সাত ম্যাচে ১৩তম গোল পূর্ণ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকার হ্যাটট্রিকে শনিবার পার্ক ডি প্রিন্সেসে ৩-১ গোলে নাইসকে হারাল প্যারিস সেইন্ট জার্মেইন। এই জয়ে লিগ ওয়ানের টেবিলে শীর্ষস্থান বেশ পাকাপোক্ত করল চ্যাম্পিয়নরা।


প্রথমার্ধের বিরতির খানিক আগে দলকে এগিয়ে দেন ইব্রা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। সফরকারীদের হয়ে নেমাঞ্জা পেসিনোভিচ একটি গোল শোধ দেওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন সুইডেনের আন্তর্জাতিক ফরোয়ার্ড।


এদিন দ্বিতীয় স্থানে থাকা লিঁলিঁ গোলশূন্য ড্র করেছে গুইনগাম্পের সঙ্গে। এতে করে পিএসজির সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াল চারে। আগের দিন ড্র করা মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়নদের তফাত পাঁচ পয়েন্টের।


বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৩

এফএইচএম/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger