Saturday, November 9, 2013

নয়া পল্টনে চলন্ত গাড়ি থেকে ককটেল নিক্ষেপ

ঢাকা: রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে হোটেল মিডওয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।


রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চলন্ত গাড়ি থেকে নিক্ষেপ করে এ বিস্ফোরণ ঘটানো হয়।


ককটেলের আঘাতে সুমন নামের এক পথচারী আহত হন।


এ সময় নিক্ষেপিত অবিস্ফোরিত আরেকটি ককটেল রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ ওই এলাকা ঘিরে রাখে।


বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

এডিআর/এটি/টিকে/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger