ইনজুরির কবলে পোলার্ড ও রোচ
ঢাকা: ভারত সফরে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ দলে ফাস্ট বোলার কেমার রোচ। কাধে চোটের কারণে তাকে ওয়েস্ট ইন্ডিজ ফেরে যেতে হলো। ভারতের সাথে কলকাতা টেস্টেও তিনি দলে ছিলেন না। রোচ ২৩ টেস্টে ৮৫ উইকেট শিকার করেছেন যার গড় ২৭.৭১।
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ অটিস গিবসন বলেন,‘আমার দুঃখের সাথে বলছি কেমারকে বাড়িতে পাঠানো হয়েছে। এই সফরের জন্য সে এখনো সুস্থ নয়। তার জন্য দলে বড় পরিবর্তন অনুভব করবো।’
এছাড়া ক্যারিবিয়ান দলের অন্যতম নির্ভর যোগ্য অলরাউন্ডার কিরন পোলার্ড ভারতের সঙ্গে ওয়ানডে দলে থাকছেন না। ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন কিরান পাওয়েল, ভিরাস্যামি পারমুল ও নরোসিং ডিনারিন।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৩
এনএফ/বিএসকে
0 comments:
Post a Comment