তারেকের গ্রেফতারি পরোয়ানা লন্ডনে
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এ খবর প্রকাশ হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পলাতক আসামি তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অনুরোধ করা হলো।
তারেককে ঘুষের অর্থ লেনদেনের মামলায় আদালতের মুখোমুখি করার উদ্দেশ্যেই এ চিঠি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
জেডএম/আরকে
0 comments:
Post a Comment