Tuesday, November 5, 2013

টঙ্গী ফায়ার স্টেশনে হামলার চেষ্টা, আটক ১


গাজীপুর: পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টঙ্গী ফায়ার স্টেশনে হামলার চেষ্টাকালে ২টি ককটেলসহ ১ পিকেটারকে আটক করেছে পুলিশ।




বুধবার সকাল সোয়া ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর ফায়ার স্টেশনের সামনে ওই ঘটনা ঘটে।




এদিকে ফায়ার স্টেশন থেকে ২০০ গজ দূরে তুরাগ সার্ভিসের একটি পরিবহনে আগুন দেয় পিকেটাররা।




প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার স্টেশনের সামনে পরপর তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ফায়ার স্টেশনের লোকজনসহ আশপাশের জনতা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে ধাওয়া করলে পিকেটাররা ফায়ার স্টেশনে প্রবেশ করতে পারেনি। এসময় পুলিশ ২টি ককটেলসহ একজন পিকেটারকে আটক করে।




টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ২টি ককটেলসহ এক পিকেটারকে আটক করা হয়েছে। আটক পিকেটারের নাম ও দলীয় পরিচয় এখনো জানা যায়নি।




বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


আরএ/এমজেএফ/আরকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger