Tuesday, November 5, 2013

পুরান ঢাকায় শিবির সন্দেহ আটক ২


ঢাকা: পুরান ঢাকার ধুপখোলা থেকে শিবির কর্মী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে তাদের আটক করে গেণ্ডারিয়া থানা পুলিশ।




তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।




দুজনকে আটকের খবর নিশ্চিত করেছেন গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান। তিনি বাংলানিউজকে জানান, সকালে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তাদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।




জিজ্ঞাসাবদ করলেই তাদের সম্পর্কে বিস্তারিত পরে জানাতে চেয়েছেন তিনি।




বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩


এফআইএস/এসএস/আরইউ/এসএফআই/আরআইএস





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger