বিএনপি নেতা সালাউদ্দীনের ছেলে আটক
ঢাকা: বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাউদ্দীন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়। রবিন কদমতলী থানা বিএনপির আহ্বায়ক।
সালাউদ্দীনের গাড়িচালক জাকির হোসেন কাজল জানান, সালাউদ্দীনের শ্যামপুরের কদমতলীর লাল মসজিদ সংলগ্ন বাসা সাড়ে ১২টার দিকে পুলিশ অবরুদ্ধ করে। পুলিশ বাসার মূল দরজা ভাঙার চেষ্টা করলে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। পুলিশ বাসায় প্রায় ৩০ মিনিট তল্লাশি চালায় এবং তানভীর আহমেদ রবিনকে আটক করে।
তল্লাশি অভিযানের নেতৃত্ব দেন যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও কদমলতী থানার ওসি মাজহারুল ইসলাম।
কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এসএফআই/এনএস/বিএসকে
0 comments:
Post a Comment