Saturday, November 9, 2013

মতিঝিল থানার দুটি মামলায় গ্রেপ্তার বিএনপি নেতারা

ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি’র আটক হওয়া পাচ শীর্ষ নেতাকে। গত ৫ নভেম্বর ও ২৪ সেপ্টেম্বর দায়ের হওয়া ওই দুটি মামলায় এই নেতাদের হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে দেখিয়েছে পুলিশ।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া মাসুদুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।


মামলা দুটি হচ্ছে মামলা নং ৪৪ যেটি দায়ের করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে এবং মামলা নং-১৬, যেটি দায়ের করা হয়েছে ৫ নভেম্বর ২০১৩ তারিখে। উভয় মামলায় গ্রেপ্তারকৃতদের ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু এবং ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস।


উল্লেখিত দুটি মামলায় পুলিশের ওপর হামলা, ককটেল বিষ্ফোরণ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে এর সবগুলোর হুকুমদাতা এবং অর্থের যোগান দাতা হিসেবে দেখানো হয়েছে বিএনপি নেতাদের।


এই দুটি মামলার আসামি হিসেবেই শনিবার আদালতে পাঠানো হচ্ছে বিএনপি নেতাদের।


গ্রেপ্তারকৃত নেতাদের প্রত্যেকের জন্য ১০ দিন করে দুটি মামলায় ২০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে বলেও জানান মাসুদুর রহমান।


বাংলাদেশ সময় ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

এমএমকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger