Saturday, November 9, 2013

‘তিন বিঘা জমি’ ও ‘গল্পে গল্পে অর্থনীতি’র মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল বায়েস এবং ব্র্যাকের প্রধান নির্বাহী ড. মাহবুব হোসেন রচিত অর্থনীতি বিষয়ক ব্যতিক্রমধর্মী গ্রন্থ ‘তিন বিঘা জমি’ ও ‘গল্পে গল্পে অর্থনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।


শুক্রবার বিকেলে মহাখালী ব্র্যাক সেন্টার অডিটরিয়ামে গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম।


অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


গ্রন্থ দু’টির ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান’র (বিআইডিএস) রিসার্চ ডিরেক্টর ড. বিনায়ক সেন, ব্র্যাক প্রধান নির্বাহী ড. মাহবুব হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এস এম হাশেমী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের চেয়ারপারসনের উপদেষ্টা ও গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ড. মুশতাক চৌধুরী।


বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

ওও/এসএটি/জিসিপি





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger