Tuesday, November 5, 2013

১৯৯ গোলাপে শচীন বরণ

বাংলাকাগজ স্পোর্টসঃ হাতে গোনা সময়ের মধ্যেই ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন ‘মাস্টার ব্লাস্টার’

ক্যারিবীয়দের বিপক্ষে দুটি ম্যাচ খেললেই ক্রিকেট ইতিহাসে টেস্ট খেলার ডাবল সেঞ্চুরি করে ফেলবেন শচীন। ক্যারিয়ারের ১৯৯তম টেস্ট খেলতে রবিবার কলকাতায় পা রাখেন তিনি। শচীনের আগমন উপলক্ষ্যে আগে থেকেই নানা উৎসবের আয়োজন করে রেখেছিল ‘পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিবিএ’।

সেই উৎসবের অংশ হিসেবে কলকাতা বিমানবন্দরে নামার পর ১৯৯টি গোলাপ দিয়ে ‘লিটল মাস্টার’কে বরণ করে সিবিএ। কলকাতায় ১৯৯তম টেস্ট খেলবেন বলেই ক্রিকেট সংস্থার এই আয়োজন।

শচীনের হাতে গোলাপ ফুলের তোরা তুলে দেন সিবিএ-র যুগ্ন-আহবায়ক সুবীর গাঙ্গুলি ও কোষাদক্ষ বিশ্বরুপ দে।

১৯৯ গোলাপের পাশাপাশি কিংবদন্তির হাতে তুলে দেয়া হয় ফুলে আবৃত কালির মূর্তি।

শচীনকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসা বিরাট সংখ্যক সমর্থকদের সামলাতে হিমশিম খায় পুলিশ। শচীনের আগেই কলকাতায় পা রাখেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বেশ কয়েকজন খেলোয়াড়।

প্রথম টেস্ট শুরু হবে ৬ নভেম্বর, ‘ইডেনে’।- আর দ্বিতীয় টেস্ট হবে শচীনের ঘরের মাঠ মুম্বাইয়ের ‘ওয়াংখেড়ে’তে।

  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger