রোনালদোর পিছু ছাড়ছেন না কস্তা
বাংলাকাগজ স্পোর্টসঃ স্প্যানিশ ‘লা লিগা’য় জয়রথ চলছে অ্যাটলেটিকো মাদ্রিদের। সোমবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৩৩ মিনিচে ম্যাচের প্রথম গোলটি আসে এ মৌসুমেই বার্সা ছেড়ে অ্যাটলেটিাকোতে যোগ দেয়া ডেভিড ভিয়ার পা থেকে। আট মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন ডিয়েগো কস্তা। ডিফেন্ডার এরিক মরগান দুটি হলুদকার্ড পেয়ে মাঠের বাইরে যাওয়ায় শেষ ১০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় বিলবাওকে। তবে ব্যবধানটা আর বাড়াতে পারেনি অ্যাটলেটিকো। বিলবাওয়ের বিপক্ষে জয়ের সুবাদে ১২ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট দাঁড়াল ৩৩। এ পর্যন্ত কেবল এক ম্যাচে হেরেছে দলটি। পয়েন্ট তালিকায় অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে পাঁচ পয়েন্টে। ২০ পয়েন্ট নিয়ে বিলবাওয়ের অবস্থান পঞ্চম।
ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর পিছু ছাড়ছেন না কস্তা। দুই ম্যাচ আগে রোনালদোর চেয়ে এগিয়ে থাকলেও পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক ও জোড়া গোল করে এগিয়ে যান ‘সিআর সেভেন।’ কিন্তু আবারও পর্তুগীজ তারকাকে ধরে ফেলেছেন কস্তা।
গোল করার দিক থেকে রোনালদো সঙ্গে যৌথভাবে শীর্ষে অ্যাটলেটিকোর ব্রাজিলীয়-স্প্যানিশ ফরোয়ার্ড। দুজনেরই গোলসংখ্যা এখন ১৩। -তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ৮।
0 comments:
Post a Comment