Tuesday, November 5, 2013

ছেলের প্রথম জন্মদিন পালন করলেন মেসি

বাংলাকাগজ স্পোর্টসঃ ৩ নভেম্বর, এক বছর পূর্ণ করেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ছেলে থিয়াগোর মেসি। বাবা ও বান্ধবী অ্যান্থেনিলা রোকুজ্জোকে নিয়ে ছেলে প্রথম জন্মদিন পালন করেন ক্ষুদে জাদুকর।

বাবা ও বান্ধবীকে নিয়ে মোমবাতি জ্বালিয়ে কেক কাটেন মেসি। ছেলের জন্মদিন ঘরোয়া পরিবেশে পালন করলেও নিজের সমর্থকদের ভোলেননি চারবারের ব্যালন ডি অর জয়ী। ছেলের জন্মদিনের কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে সমর্থকদের জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

বান্ধবী ও নিজের সঙ্গে তোলা ছেলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিচে লিখেছেন: আমার ছেলের শুভ জন্মদিন। আমরা তোমাকে ভালোবাসি। তুমিই আমাদের কাছে সবকিছু। শুভ জন্মদিন থিয়াগো। আমরা তোমাকে ভালোবাসি। পৃথিবী বলতে যা বোঝায়, আমাদের কাছে তুমি তাই।
  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger