Tuesday, November 5, 2013

নিউজার্সির সবচেয়ে বড় শপিং মলে গোলাগুলি

বাংলাকাগজ ইন্টারন্যাশনালঃ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রদেশের এক শপিং মলে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে সেখানকার একটি দোকানের ভেতর বেশ কিছু লোক আটকা পড়েছে। এএফপি’র খবরে বলা হয়, গুলির ঘটনার পরপরই সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, উত্তর নিউ জার্সির পারামুস শহরে গার্ডেন স্টেট প্লাজার সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে সোমবার রাতে শপিং মলটি বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি সময় রাত ৯টা থেকে ১০টার মধ্যে।
ম্যানহাটনের ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বারগেন কাউন্টি এলাকায় ওই শপিং মলটি অবস্থিত। তবে, অন্য প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিউ জার্সির সবচেয়ে বড় ওই শপং মলটির ভেতরে পরপর কয়েকটি গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।
বার্তা সংস্থা সিএনএন জানায়, বন্দুকধারীরা নিরাপত্তা ক্যামেরা লক্ষ্য করে গুলি ছোঁড়েন।
স্থানীয় বারগেন কাউন্টির চিফ অব স্টাফ জিন বারট্টা সংবাদ মাধ্যম- কে জানান, ওয়েস্টফিল্ড গার্ডেন স্টেট প্লাজা নামের ওই শপিং মলটি বন্ধ হওয়ার আগ মুহূর্তে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেখান থেকে একাধিক গুলির আওয়াজ শোনা যায়। আর ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ব্যক্তি একজনই। সে কালো পোশাক পরা ছিল।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, শপিং মলটির সামনে প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিতি রয়েছে এবং অসংখ্য পুলিশের গাড়ি শপিং মলটি ঘিরে রেখেছে। পারামুসের মেয়র রিচার্ড লা-বারবিয়েরা বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ শংপি মলটি পুরোপুরি বন্ধ করে রেখেছে। তাদের ধারণা, বন্দুকধারীরা এখনো শপিং মলটির ভেতরেই রয়েছে। বন্দুকধারীদের খোঁজে বারগেন কাউন্টি পুলিশের সোয়াত টিম এখন শপিং মলটির ভেতরে অভিযান চালাচ্ছে। তারা প্রতিটি দোকানে তল্লাশি চালাচ্ছে।

  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger