পিকেটারের ধাওয়ায় অটোরিক্সা উল্টে নিহত ১
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চলন্ত অটোরিক্সা উল্টে নির্মল দাশ (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নির্মল দাশের ভাগ্নে ঝুলন দাশ বাংলানিউজকে জানিয়েছেন, পিকেটারদের ধাওয়ায় অটোরিক্সা উল্টে যাবার পর নির্মল দাশ ওই গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন।
তবে হাটহাজারী থানার ওসি এস এম লিয়াকত আলী পিকেটারদের ধাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ফাঁকা রাস্তায় দ্রুতবেগে অটোরিক্সা চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে দেয় চালক। এতে অটোরিক্সার নিচে চাপা পড়ে যাত্রী নির্মল দাশ নিহত হয়েছেন।
ঝুলন দাশ বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৮টার দিকে হাটহাজারীর দক্ষিণ মাদার্শায় নিজ বাড়ি থেকে বের হন নির্মল দাশ। কর্মস্থল নগরীর ফয়’স লেক এলাকায় বঙ্গবন্ধু হাসপাতালে যাবার জন্য তিনি একটি অটোরিক্সায় উঠেন।
অটোরিক্সাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে পিকেটাররা বড় বড় ইটের টুকরা ছুঁড়তে থাকে। এসময় কয়েকজন পিকেটার সেটি ধরে উল্টে দেয়ারও চেষ্টা করে।
এসময় চালক দ্রুত অটোরিক্সাটি নিয়ে চলে যাবার সময় সেটি উল্টে যায়। গুরুতর আহত নির্মল দাশকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতালে কর্তব্যরত নায়েক হামিদ বাংলানিউজকে জানান, গুরুতর আহত নির্মলকে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০০০ঘণ্টা, নভেম্বর ০৯,২০১৩
এএএম/এমইউ/আরডিজি/টিসি
0 comments:
Post a Comment