Saturday, November 9, 2013

রূপগঞ্জে মহাসড়কে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে দু’টি ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।


রোববার সকালে উপজেলার কর্ণগোপ এলাকায় ঘটে এ ঘটনা।


প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে একদল হরতাল সমর্থক উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় তারা দু’টি ট্রাক ভাঙচুর করে।


খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।


অপরদিকে, সকাল সাড়ে ৬টার দিকে সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল সমর্থকরা অগ্নিসংযোগ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।


এরআগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রামুড়া এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির কর্মী-সমর্থকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।


অপরদিকে, রাত ১১টার দিকে আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।


এছাড়া সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি।


বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

আরএএস/বিএসকে- eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger