Saturday, November 9, 2013

না.গঞ্জে দ্বিতীয় দিনেও শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

নারায়ণগঞ্জ : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকার আবির ফ্যাশনের শ্রমিকেরা রোববারও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ দেখিয়েছে। এসময় শ্রমিকেরা কাঠেরপুল এলাকার কয়েকটি গার্মেন্ট কারখানায় ভাঙচুর চালায়।


প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কাঠেরপুল এলাকাতে আবির ফ্যাশন নামের গার্মেন্ট কারখানায় ৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শনিবার এ ঘটনায় শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর করে।


এ ঘটনায় শনিবার রাতেই মালিক পক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। রোববার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার বাইরে প্রথমে মিছিল ও পরে বিক্ষোভ দেখায়। এক পর্যায়ে শ্রমিকেরা কারখানার বাইরে থেকে প্রচুর ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। পরে শ্রমিকেরা অন্য আরো কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও মৃদু লাঠিচার্জ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে ৫জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।


শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ বাংলানিউজকে বলেন, কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।


বাংলাদেশ সময় : ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

বিএসডি/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger