ভোলায় যানবাহন ভাঙচুর, আটক ১৫
ভোলা: ভোলায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। এসময় পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।
১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন বোরবার ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৩ ও জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দি নামক এলাকায় পিকেটাররা পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেছে। শহরের খেয়াঘাট সড়কের চরনোবাদ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি কর্মীরা।
এছাড়া ঘুইংগারহাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। এসময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সদরে সাতজন, লালমোহনে দুই, দক্ষিণ আইচায় দুই দৌলতখান, চরফ্যাশন, বোরহানউদ্দিন ও তজুমদ্দিনে একজন করে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
আরএএস/আরআইএস-eic@banglanews24.com
0 comments:
Post a Comment