চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন
চট্টগ্রাম: নগরীর কাজির দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, ৭টা ৪০মিনিটের দিকে সিগারেটের আগুন থেকে স্টেডিয়াম মার্কেটের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানে কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এএএম/টিসি/টিকে/বিএসকে
0 comments:
Post a Comment