রংপুরে জামায়াত-বিএনপির ৪ কর্মী আটক
রংপুর: রংপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রংপুর শহর থেকে বিএনপির দুই কর্মী ও মিঠাপুকুর থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু বাংলানিউজকে জানান, মধ্য রাতে নগরীর জুম্মাপাড়ায় যুবদলের সভাপতি রইচ আহমেদের বাসভবন ও নুরপুরে যুবদলের সাধারণ সম্পাদক আনিচুর জামান লাকুর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এছাড়াও বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ও নেতাকর্মীদের নাশকতায় উৎসাহ দেওয়ার জন্য তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৮ নভেম্বর ০৯, ২০১৩
পিসি/এমজেডআর
0 comments:
Post a Comment