Friday, November 8, 2013

বিএনপি নেতাদের আদালতে নেওয়া হবে দুপুরে

ঢাকা: দুপুর নাগাদ আদালতে নেওয়া হবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা বিএনপি নেতাদের।


শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটকের পর তাদের মিন্টু রোডে ডিবি অফিসে নিয়ে রাখা হয়।


ডিবি সূত্র জানায়, আটক নেতাদের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে। তবে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


মহানগর পুলিশের ডিসি মিডিয়া মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, আটক নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।


এদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী অ্যডভোকেট শামসুর রহমন শিমুল বিশ্বাস।


শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


ব্যারিস্টার মওদুদ আহমদের সহযোগী আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় এক অনুষ্ঠান শেষে আমরা হোটেল সোনারগাঁও থেকে বের হচ্ছিলাম। আমাদের গাড়ি চলতে শুরু করলে সাদা পোশাকে একদল গোয়েন্দা পুলিশ এসে স্যারকে (মওদুদ) ধরে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের পৃথক দু’টি দল এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকেও আটক করে।


রাত ১টার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে তার গুলশানের বাসা থেকে ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার সময় আটক করা হয়।


বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩

এসকেএস/জেএস/এমএম/জেডএম/বিএসকে





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger