মুক্তিযোদ্ধা সেনা হত্যায় জিয়াউর রহমানের বিচার দাবি
ঢাকা: সিপাহী জনতার বিপ্লব নামে মুক্তিযোদ্ধা সেনা সিপাহী ও অফিসার হত্যায় জড়িত উল্লেখ করে জিয়াউর রহমানের বিচার দাবি করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি আয়োজিত পৃথক দু’টি মানববন্ধন ও সমাবেশে এ দাবি করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বর সামরিক জান্তা জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের নামে মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর হায়দার ও মেজর হুদাসহ সেনাবাহিনীর হাজার হাজার সিপাহী ও অফিসারকে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করেছেন।
সিপাহী বিপ্লব নাম দিলেও জিয়াউর রহমান ছিলেন ঠান্ডা মাথার খুনি। তার অনুগতরা বিভিন্ন ক্যান্টনমেন্টে এ হত্যাকাণ্ড চালায়। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও ওই হত্যার কোনো বিচার হয়নি।
এমনকি জিয়াউর রহমানের দোসরদের ভয়ে কেউ মামলা করার সাহসও পায়নি। তিনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বলেন, মুক্তিযোদ্ধা সেনাদের হত্যা করে জিয়া খ্যান্ত হননি। তিনি প্রতিবাদী সেনাদের নানাভাবে হয়রানি করে ক্ষমতায় এসেছেন।
তারই উত্তরসূরিদের ইশারায় পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধা সেনা হত্যায় জিয়াউর রহমানের বিচার না হওয়ায় তার উত্তরসূরিরা আবারও সেনাবাহিনীর মধ্যে বিভক্তির চেষ্টা চালাচ্ছে।
তিনি ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের নামে নাটক বন্ধ করে জিয়াউর রহমান ও তার উত্তরসূরিদের বিচার দাবি করেন।
মানববন্ধনে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক সাদরুল আলম সাবু, সহ-সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
আরইউ/এফআইএস/কেএইচকিউ/বিএসকে
0 comments:
Post a Comment