বিনা পয়সায় রায়ের কপি চাইলেন ১৪০ ফাঁসির আসামি
ঢাকা: বিডিআর হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৫২ জনের মধ্যে ১৪০ জন বিনা পয়সায় রায়ের কপি পাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন।
এদিকে এখন পর্যন্ত রায়ের কপি তৈরি না হওয়ায় আগামী রোববার তাদের এ কপি দেওয়া হতে পারে বলে জানিয়েছে আদালত সূত্র।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড মামলায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ জনকে ফাঁসির দণ্ড দেওয়ার পাশাপাশি আরও ৪২৩ জনের কারাদণ্ডাদেশ হয়েছে।তাদের মধ্যে ১৬১ জনকে যাবজ্জীবন ও ২৬৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এমআই/জেডএস/জিসিপি
0 comments:
Post a Comment