কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানিম (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তানিম ওই গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে।
তানিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তানিম খেলা করতে করতে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান সাজিদুল ইসলাম ভূঁইয়া সনজু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এমজেড/আরএএস/বিএসকে- eic@banglanews24.com
0 comments:
Post a Comment