Friday, November 8, 2013

মেহেরপুরে ডাকাতের বোমায় যুবক নিহত

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার হিজুলী এলাকায় ডাকাতের ছোড়া বোমার আঘাতে টিক্কা হোসেন (৩৫) নামে এক যুবক আহত ও হাসু (২৫) নামে আরেক যুবক আহত হয়েছেন।


শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত টিক্কা ওই এলাকার নুরুল হকের ছেলে।


হিজুলী এলাকার শাহাবুল ইসলামের ছেলে আহত হাসুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার আত্মীয় জয়নাল।


জয়নাল জানান, রাত দেড়টার দিকে ওই এলাকার রুহুল আমীনের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। টের পেয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। এসময় স্থানীয়দের লক্ষ করে ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। এতে টিক্কা ও হাসু গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে রাত ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক টিক্কাকে মৃত ঘোষণা করেন।


জয়নাল আরো জানান, হাসুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, সকালে তিনি ও পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

এসআই/এমজেডআর-eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger