Friday, November 8, 2013

ভোলায় হরতালে অটোরিকশা ভাঙচুর, আটক ২

ভোলা: ভোলা সদরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে শহর ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত পিকেটিংয়ে চারটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


এদিকে, নাশকতার আশঙ্কায় ‌উকিলপাড়া এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।


শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।


স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে চরনোয়‍াবাদ এলাকায় বিক্ষিপ্তভাবে পিকেটিংয়ের সময় চারটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা।এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান শনিবার সকাল সোয়া ৮টায় বাংলানিউজকে জানান, নাশকতা এড়াতে গুরুপ্তপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।


এরআগে শুক্রবার রাতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি।


উল্লেখ্য, কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে শুধুমাত্র জেলা সদরে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।


বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩

আরএএস/এমজেডআর-eic@banglanews24.com





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger