Tuesday, November 5, 2013

খালেদা জিয়ার ছুড়ে ফেলার বাতিক আছে: দীপু মনি

খালেদার জিয়ার ছুড়ে ফেলার বাতিক আছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) সবকিছু ছুড়ে ফেলে দিতে চান।’

তিনি মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগের হরতালবিরোধী সমাবেশে এসব কথা বলেন।

দীপু মিন বলেন, ‘খালেদা জিয়া সংবিধান ছুড়ে দিতে চান। দেশের মানুষকে ছুড়ে ফেলে দিতে চান। কারণ তারা কেন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করল। এজন্য হরতাল দিয়ে তিনি প্রতিশোধ নিচ্ছেন।’

তিনি বলেন, খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য হরতাল দিচ্ছেন না। তিনি প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধী ও তার দুর্নীতিবাজ দুই ছেলেকে বাঁচাতে হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন।

মন্ত্রী অভিযোগ করেন, যেদিনই যুদ্ধাপরাধী ও তার ছেলেদের মামলার রায় হয়, সেদিনই খালেদা হরতাল ডাকেন। এর মাধ্যমেই তার আসল উদ্দেশ্যে বোঝা যায়।

বিরোধীদলীয় নেত্রীকে হরতাল প্রত্যাহার করে সংলাপে আসার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে ডেকেছেন। তিনি সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে বিরোধী দলকে মন্ত্রিসভায় লোক দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রী দেশের মানুষের ওপর বিশ্বাস করেন না বলেই শেখ হাসিনার প্রস্তাবে সাড়া না দিয়ে জামায়াতকে নিয়ে নৈরাজ্য করছেন।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger