Thursday, November 7, 2013

চার অতিরিক্ত সচিব, ১০ যুগ্মসচিব বদলি

সব মিলিয়ে চার অতিরিক্ত সচিব, ১০ যুগ্মসচিব ও একজন জেলা প্রশাসকসহ প্রশাসনের ১৬ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক করা হয়েছে।


আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়েগে পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমান।


পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে একই মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক এবং ওএসডি অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।


পৃথক আদেশে ওএসডি যুগ্ম-সচিব মো. আমির হোসেন এবং বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক (বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানে বদলির আদেশাধীন) মো. নুরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাকির হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক; বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলামকে বোর্ডের সদস্য; ওএসডি যুগ্ম-সচিব এবিএম রহুল আজাদকে বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব নন্দ দুলাল বণিককে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক হিসাবে বদলি কার হয়েছে।


এছাড়া দিয়ারা সেটেলমেন্ট কর্মকর্তা মো. গোলাম রব্বানীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক; ওএসডি যুগ্ম-সচিব মো. এমদাদুল হককে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক; ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব মরণ কুমার চক্রবর্তীকে কোম্পানির নির্বাহী পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আলী নূরকে (বিসিকের সচিব হিসাবে বদলির আদেশাধীন) বাংলাদেশ কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে।


অন্যদিকে নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হককে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব হিসাবে বদলি করেছে জনপ্রশাসন মন্তণালয়। তবে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।


আলাদা আদেশে তিন জন ওএসডি উপ-সচিবের পদায়নের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।





  • Blogger Comment
  • Facebook Comment

0 comments:

Post a Comment

Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger