ভৈরব উপন্যাস অবলম্বনে ধারাবাহিক
চ্যানেল আই নির্মাণ করতে যাচ্ছে আজকের কাগজের সাবেক সম্পাদক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদের উপন্যাস ‘ভৈরব’ অবলম্বনে ধারাবাহিক নাটক। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, কাজী শাহেদ আহমেদ ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
৭ নভেম্বর ছিলো কাজী শাহেদ আহমেদের ৭৪তম জন্মদিন। জন্মদিনকে স্বরণীয় করে রাখতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সৈয়দ শামসুল হক ও ফরিদুর রেজা সাগর। কাজী শাহেদ আহমদ জানান, সামনের বই মেলায় ভিন্নধর্মী ৩টি উপন্যাস প্রকাশ পেতে যাচ্ছে। মনের আনন্দেই উপন্যাসগুলো লিখছেন। এ সময় ফরিদুর রেজা সাগর চ্যানেল আই’র পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে কাজী শাহেদ আহমেদকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের সঞ্চালক মাযহার আহমদ ও নাটকের পরিচালক তাহের শিপনসহ চ্যানেল আই পরিবারের উর্ধ্বতন সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
জিআর/বিএসকে
0 comments:
Post a Comment