শাহজাদপুরে শিবিরের মিছিল-ককটেল বিস্ফোরণ, আহত ৭
ঢাকা: হরতালের সমথর্নে গুলশানের শাহজাদপুর এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এদিকে একই সময়ে হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার ও পিকআপ ভাঙচুর করেছে জাসাসের কর্মীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সকাল সাড়ে ৬টায় শাহজাদপুরে ঝটিকা মিছিল বের করেন তারা। মিছিলকারীরা পরপর ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ করে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মিছিলকারীদের ওপর গুলি ছুড়ে। জামায়াত-শিবিরকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে একজন পথচারী ও বাকিরা জামায়াত-শিবিরকর্মী।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানিয়েছেন, ঝটিকা মিছিল বের করে নাশকতা করার চেষ্টা করে আমরা তাদেরকে প্রতিহত করি। পরে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তারা আমাদের লক্ষ্য করে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণ
শিবির দাবি করেছে, তাদের নয় নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে পৌনে ৭টার দিকে হাতিরঝিলে একটি পিকআপ ও প্রাইভেটকার ভাঙচুর করেছে বিএনপির অঙ্গসংগঠন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের-নেতাকর্মীরা।
বাংলানিউজের এ করেসপন্ডেন্ট ভাঙচুরের এ ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, হাতিরঝিল থেকে একটি ঝটিকা মিছিল বের করেন জাসাসের কর্মীরা। ভাঙচুরের সময় সেখানে উপস্থিত ছিলেন জাসাসের রামপুরা থানার সাধারণ সম্পাদক মতিন।
পুলিশ আসার আগে তারা দ্রুত চলে যান।
বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
আইএ/এসএফআই/আরআইএস
0 comments:
Post a Comment