সাগর ও আফজালকে সংবর্ধনা
টেলিভিশনের জনপ্রিয় চরিত্র ছোটকাকু ও ছোটকাকুর স্রষ্টাকে সংবর্ধনা জানালো খুলনার চাঁদের হাট। ছোটকাকু উপন্যাসের জনপ্রিয় লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং নির্মাতা, অভিনেতা ও ছোটকাকু আফজাল হোসেনকে ৮ নভেম্বর সন্ধ্যায় সংবর্ধনা দিয়েছে এ সংগঠনটি।
খুলনার স্থানীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, পিআইবি‘র মহাপরিচালক ও চাঁদের হাট কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলমগীর, খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নারী উদ্যোক্তা কনা রেজা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও ছোটকাকু ক্লাব কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবদুর রহমান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ছড়াকার আমীরুল ইসলাম, টিভি উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, নির্মাতা রবিন খান, খন্দকার আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাট খুলনা শাখার সভাপতি নাসিম সাদিক বনী।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
জিআর/আরআইএস
0 comments:
Post a Comment